• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছন্দপতনের বৃত্তে দেশের শেয়ারবাজার

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২০ মে ২০১৯, ১৭:২৪
শেয়ারবাজার

সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে সপ্তাহের শুরু হলেও দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২০ মে) শেয়ারবাজারে আবারও বড় দরপতন হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অর্ধশত পয়েন্টের বেশি কমেছে আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স একশ পয়েন্টের উপরে কমেছে। সূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

আগের কার্যদিবসের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৬ পয়েন্টে নেমে গেছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার পাঁচগুণের বেশির দাম কমেছে।বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

এছাড়া এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।বাজারটিতে ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সে হিসাবে ৫৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন কমেছে।

টাকার অঙ্কে এদিন সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ৪০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমস ১৯ কোটি ২৭ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজ ১১ কোটি ৩০ লাখ টাকা লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ডরিন পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী লাইফ, মুন্নু সিরামিক এবং এস্কয়ার নিট কম্পোজিট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স এদিন ১২২ পয়েন্ট কমে ৯ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন অংশ নেওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড