• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেয়ারবাজারে স্বস্তির সুবাতাস, সূচক ঊর্ধ্বমুখী

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৬ মে ২০১৯, ১৭:১০
শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে দেশের শেয়ারবাজার। টানা চার কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার (১৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব কয়টি মূল্যসূচক বেড়েছে এবং লেনদেনে কিছুটা ঊর্ধ্বমুখিতা মিলেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এ দিন আগের কার্যদিবসের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩০ পয়েন্টে উঠে এসেছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এ দিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫১টির।

তবে পুঁজিবাজারে লেনদেন খরা অব্যাহত থাকলেও আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে সারা দিন ২৯০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। শেষ কার্যদিবসে ২৫৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছিল। সে হিসাবে ৩৪ কোটি ৪১ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এ দিন টাকার অঙ্কে ব্র্যাক ব্যাংকের শেয়ার সব থেকে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজ ১৭ কোটি ১১ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ১০ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, এক্সিম ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মুন্নু সিরামিক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে এ দিন ১২ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। লেনদেন অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড