• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে একই জমিতে চা ও পেঁপে চাষ

  পঞ্চগড় প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১
পঞ্চগড়
একই জমিতে চা ও পেঁপে চাষ (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মাটি বেশ উর্বর হওয়ায় প্রায় সবধরনের চাষাবাদ হয়ে থাকে। বিশেষ করে সমতল ভূমি হিসেবে পরিচিত এ জেলায় বর্তমানে ধান, পাট, বাদাম, আখের পাশাপাশি চায়ের আবাদ বেড়েই চলেছে।

মাটি উর্বর হওয়ায় একই জমিতে চা ও পেঁপে চাষ শুরু করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চাষিরা। বিগত কয়েক বছরে চায়ের জমিতে পেপে, আমের বাগান শুরু করছেন তারা। একই জমিতে চায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের চাষ করছেন। মূলত কৃষি পরামর্শেই পরীক্ষামূলক ভাবে এ চাষ করছেন তারা।

আবহাওয়া অনুকূলে থাকায় জেলার বিভিন্ন উপজেলার চা বাগানগুলোতে তেজপাতা, আম, পেঁপেসহ বিভিন্ন বাগান করছে।

এ দিকে, চাষিরা বলছে, একই বাগানে চাষিরা স্বল্প পরিসরে দীর্ঘস্থায়ী চা বাগানের পাশাপাশি বাড়তি অর্থ পাওয়ায় বিভিন্ন ধরনের গাছ লাগানো শুরু করেছেন চাষিরা।

এ ব্যাপার ছোট বাগানের চা চাষি হাফিজুর রহমান খোকন বলেন, বর্তমানে চায়ের চারা ছোট হওয়ায় দেরিতে পাতা আসবে। চায়ের গাছ যখন লাগিয়েছি ওই জমিতে কিছু পেঁপে চা লাগানো হয়েছিল। এখন গাছগুলিতে পেঁপে ধরেছে। এগুলো নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি।

তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী পুরাতন বাজার এলাকার চা চাষি হারেজ আলম বলেন, একই জমিতে চায়ের সঙ্গে আমের চাষ করেছি। এবার নিয়ে দুবার আম বিক্রি করেছি। আশা করছি তেতুলিয়ার তাপমাত্রা ও আবহাওয়া ঠিক থাকলে আমার সকল চায়ের জমিতে নতুন করে লাগানো হবে আমের চারা। বর্তমানে উভয় ফসলের দাম ভালো পাওয়া যাবে।

তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম দৈনিক অধিকার বলেন, সীমান্ত উপজেলায় বিভিন্ন জায়গায় সমতল ভূমিতে চায়ের পাশাপাশি আম ও পেঁপে চাষ শুরু হয়েছে। তবে চায়ের দাম একটু কম হওয়ায় পাশাপাশি একই জমিতে পেঁপে, আম ও তেজপাতা চাষ করছে চাষিরা। বিগত বছরগুলোতে আমের স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করেছে চাষিরা। কৃষকরা ভালো দাম পেয়ে খুশি।

এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবু হানিফ দৈনিক অধিকারকে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় নতুন করে চা চাষের পাশাপাশি আম, পেঁপে, তেজপাতা চাষে কৃষকরা লাভবান হওয়ায় দিনদিন আগ্রহ বাড়ছে। এ বছর পঞ্চগড় সদর, তেঁতুলিয়া উপজেলায় চায়ের আবাদের আম, পেঁপে, তেজপাতা চাষ করা হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন বলে আগামীতে একই জমিতে আম, পেপে চাষ আরও বৃদ্ধি পাবে।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড