• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন

  রাঙ্গামাটি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৭:৪০
দীপংকর তালুকদার
সংসদ সদস্য দীপংকর তালুকদার বৃক্ষ প্রেমীদের হাতে গাছের চারা তুলে দেন (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটিতে বৃক্ষের চারা রোপণ ও ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

সোমবার (২২ জুলাই) সকালে অতিথিরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি চারা রোপণ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হন।

রাঙ্গামাটি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য, রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির ও পৌর মেয়র আকবর হোসনে চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক, কৃষক, বৃক্ষ প্রেমীসহ স্কুল-কলেজর শিক্ষার্থীগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফলজ বনজ চাষিদের মধ্যে চারা বিতরণ শেষে পৌর প্রাঙ্গণে বসানো ৩৪টি বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড