• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

  ফেনী প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২০, ১৭:২৩
সবজি বাগান (ছবি : দৈনিক অধিকার)

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের কৃষক শেখ ফরিদ প্রতিবছর ধানের আবাদ করলেও গত কবছর ধরে তিনি সবজি চাষ করছেন। তার মতে, ধান চাষের চেয়ে সবজি চাষে খরচ কম। অল্প সময়ে ফসল পাওয়া যায়। তাই ১শ ৩০ শতক জমি বর্গা নিয়ে আমন ধান আবাদ না করে করলা, লাউ, শসিন্দা ও শসা চাষ করছেন তিনি।

শুধু তিনিই নন, জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে শর্শদী, পাঁচগাছিয়া, বালিগাঁও, কাজিরবাগ, ধলিয়া, মোটবী, ছনুয়া ও ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপাক সবজি চাষ শুরু করেছেন কৃষকরা। ধানের পাশাপাশি বিস্তীর্ণ জমিতে ব্যাপক হারে শরৎকালীন সবজির চাষ করা হয়েছে। এসব জমিতে ঢেঢশ, পুঁইশাক, শসা, লাউ, লাল শাখ, মুলা শাখ, শিম, চিচিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, চলতি অর্থ বছরে শরৎ মৌসুমে ১ হাজার ১শ ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে আবাদ হয়েছিল ১ হাজার ৭৫ হেক্টর জমিতে। বেড়েছে উৎপাদনও। গত অর্থ বছরে ৩০ হাজার ৯শ ২৩ মেট্টিক টন গ্রীষ্মকালীন সবজির উৎপাদন হলেও চলতি অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮শ ২৯ মেট্টিক টন। গ্রীষ্মকালীন মৌসুমে ২০১৯-২০২০ অর্থ বছরে জেলায় ২ হাজার ২শ ৫৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রকারের সবজির আবাদ হয়েছে। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে ২ হাজার ৬৬ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এ বছর সবজির আবাদ বেড়েছে ২শ হেক্টর জমিতে।

এ ছাড়া চলতি অর্থ বছরের রবি মৌসুমে ডাল ফসল ১২ হাজার ৬শ ৬৪ হেক্টর, তেল ২ হাজার ৬শ হেক্টর, মসলা ১ হাজার ৮শ ৬ হেক্টর, শীত সবজি ৫ হাজার ৪৩ হেক্টর, ভুট্টা ১৪০ হেক্টর, খিরা ৭শ ২৫ হেক্টর, আলু ২শ ৯৯ হেক্টর, মিষ্টি আলু ৬শ ১১ হেক্টর, সূর্যমুখী ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত অর্থ বছরে রবি মৌসুমে ডাল ফসল ১২ হাজার ৫শ ৬৩ হেক্টর, তেল ২ হাজার ৩শ ৪২ হেক্টর, মসলা ১ হাজার ৭শ ৯০ হেক্টর, শীত সবজি ৪ হাজার ৯শ ৭৪ হেক্টর, ভুট্টা ১শ ৩০ হেক্টর, খিরা ৭শ ১০ হেক্টর, আলু ২শ ৭৭ হেক্টর, মিষ্টি আলু ৫শ ৫৫ হেক্টর চাষ হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী সবকটি সবজির আবাদই বেড়েছে। সূত্র আরও জানায়, ২০১৯-২০ অর্থ বছরে জেলায় বোরো ২৬ হাজার ২শ ১০ হেক্টর, আমন ৬৬ হাজার ৪শ ৪৬ হেক্টর, আউশ ৫ হাজার ২শ ৫৫ হেক্টর আবাদ হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে বোরো ৩০ হাজার ৭৫ হেক্টর, আমন ৬৫ হাজার ৬শ ১ হেক্টর, আউশ ৯ হাজার ২শ ২৫ হেক্টর আবাদ হয়েছিল। ২০১৭-২০১৮ অর্থ বছরে বোরো ৩০ হাজার ৩৫ হেক্টর, আমন ৬২ হাজার ৬শ ৯৪ হেক্টর ও আউশ ৮ হাজার ৪শ ৬১ হেক্টর আবাদ হয়েছিল।

এর মধ্যে চলতি ২০১৯-২০ অর্থ বছরে আউশ ফেনী সদর উপজেলায় ৩শ ৫০ হেক্টর, ছাগলনাইয়ায় ১শ ৫৩ হেক্টর, ফুলগাজীতে ৭০ হেক্টর, পরশুরামে ৫৫ হেক্টর, দাগনভূঞায় ৩শ ৭২ হেক্টর ও সোনাগাজীতে ৪ হাজার ২শ ৫৫ হেক্টর, আমন ফেনী সদর উপজেলায় ১৫ হাজার ৯শ ৫০ হেক্টর, ছাগলনাইয়ায় ৯ হাজার ২শ ৩০ হেক্টর, ফুলগাজীতে ৬ হাজার ১শ ৯৫ হেক্টর, পরশুরামে ৫ হাজার ৮শ ৫০ হেক্টর, দাগনভূঞায় ৮ হাজার ২শ ৯৫ হেক্টর ও সোনাগাজীতে ২০ হাজার ৯শ ২৬ হেক্টর, বোরো ফেনী সদর উপজেলায় ৭ হাজার ৭শ হেক্টর, ছাগলনাইয়ায় ৪ হাজার ৩শ ৫০ হেক্টর, ফুলগাজীতে ৪ হাজার ৩শ, পরশুরামে ২ হাজার ৪শ ৫০ হেক্টর, দাগনভূঞায় ৬ হাজার ২শ ৯৫ হেক্টর ও সোনাগাজীতে ১ হাজার ১শ ১৫ হেক্টর জমিতে আবাদ হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ফেনীতে প্রতিবছরই ব্যাপক হারে সবজি চাষ হচ্ছে।স্বল্প সময়ের মধ্যে সবজি উৎপাদন হওয়ায় ধানের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে। এতে করে নিরাপদ খাদ্য তৈরি হওয়ায় পারিবারিক পুষ্টির চাহিদা পূর্ণ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমদ চৌধুরী জানান, সবজির আবাদ বাড়ার বিষয়টি খুবই ইতিবাচক। পতিত জায়গাগুলোতে অন্তত সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের কম খরচে অধিক লাভ হয় হওয়ায় উৎসাহিত করা হচ্ছে। এজন্য ধানের চেয়ে কৃষকেরা সবজির দিকে বেশি ঝুঁকছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড