• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলুর বাম্পার ফলন হলেও বিপাকে চাষিরা

  দিনাজপুর প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৪
আলু
মাঠে আলু (ছবি : দৈনিক অধিকার)

মাঠে সারি সারি আলুর বস্তা দেখে দুচোখ জুড়িয়ে যায়। এক একটি আলুর বস্তা যেন মাঠের মাঝে দাড়িয়ে থাকা কৃষকের ঘামের গন্ধের সোনালি সৌরভ। মাঠে ছড়িয়ে থাকা আলু এই কৃষকের কাঙ্ক্ষিত ফল। আবহাওয়া অনুকূল থাকায় এবার দিনাজপুরে আগাম আলুর বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পেলেও পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় অধিক লাভ থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে দিনাজপুরে এবার ৪২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে পেরে খুশি কৃষকরা।

আলু চাষি ভাদ্র চন্দ্র রায় বলেন, ‘যে আলু এখন আমরা কেজি প্রতি ৮ টাকা থেকে ৯ টাকা দরে বিক্রি করছি তা যদি কিছুদিন সংরক্ষণ করতে পারি তাহলে প্রতি কেজি ১২ থেকে ১৪ টাকা দরে বিক্রি করতে পারব। এ বিষয়ে সরকার ব্যবস্থা নিলে আমরা আরও উপকৃত হতাম।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, এবারে জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা দাম পাচ্ছেন ভালো। জেলায় এ পর্যন্ত ৭ লক্ষ ৮৫ হাজার মেট্রিকটন আলুর উৎপাদন পেয়েছি । আমরা এ অঞ্চলে আরও কয়েকটি আলুর সংরক্ষণাগার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। আগামীতে কৃষকরা অনায়াসে আলু সংরক্ষণ করতে পারবেন বলে জানান তিনি।

জেলার ১৩টি উপজেলায় হিমাগারের সংখ্যা মাত্র ১৭টি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় এখানকার চাষিরা।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড