• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল কাল শুরু

  অধিকার ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ২০:৩২
হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল
ছবি : সংগৃহীত

দেশের হস্ত শিল্পকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ৪ দিনের তাঁত পণ্য মেলা হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০১৯।

এসএমই ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করে।

সোমবার (২১ অক্টোবর) গুলশান খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের সভাপতি মানতাশা আহমেদ।

বুধবার (২৩ অক্টোবর) খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ ফেস্টিভ্যালে পাওয়া যাবে, জামদানি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, গ্রামীণ নকশিকাঁথা, বেনারসি শাড়ি, সিরাজগঞ্জের তাতের শাড়ি-লুঙ্গি গামছা, মণিপুরী পণ্য, রাঙ্গামাটির পণ্য, খাদি, রাজশাহী সিল্ক, পাটজাত পণ্য, শতরঞ্জি, বাশ-বেত পণ্য ইত্যাদি। এতে স্টল থাকবে ৪৫টি। উৎসবে লোকজ শিল্পীদের গান পরিবেশনা, ফ্যাশন শোয়ের আয়োজন করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড