• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাটজাত পণ্য উৎপাদন শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমলো

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৬:২১
পাটজাত
পাটজাত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমলো (ছবি: সংগৃহীত)

পাটজাত দ্রব্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের আয়করের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে বর্তমান সরকার। পাটজাত শিল্পে আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, পাটজাত পণ্য উৎপাদনে নিয়োজিত কোম্পানি ছাড়া অন্য খাতের কোম্পানির এ কর হার ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ নির্ধারণ করা আছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন গতকাল সোমবার (৭ অক্টোবর) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ক্ষমতাবলে সরকার পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল ওই শিল্প হতে অর্জিত আয়ের ওপর আয়কর কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ কর বর্ষের জন্য প্রযোজ্য।

আয়করের হার হ্রাস করে নির্ধারণ করা হয়েছে, তা হলো- কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার ১০ শতাংশ হবে। আর কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার ১০ শতাংশ হবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড