• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানি-নজরদারি বাড়ানো হয়েছে : কৃষিমন্ত্রী

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০২ অক্টোবর ২০১৯, ১৫:২৪
পেঁয়াজ
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক (ছবি : সংগৃহীত)

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ কারণে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানি ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, পেঁয়াজ আমদানির জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকার পরও তারা মাঝে মাঝে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, রপ্তানি পর্যন্ত বন্ধ করে দেয়। যে কারণে এটার প্রভাব পড়েছে দেশের বাজারে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এ দিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর মিয়ানমার ও ভারতের পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে ‌১৫ থেকে ২০ টাকা কমেছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। সেখানে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। মিয়ানমারের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার স্বাভাবিক রাখতে ভারত নির্ভরতা কমিয়ে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ায় লোকসানের ভয়ে এক রকম বিক্রি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, বাজার ক্রেতাশূন্য হয়ে পড়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড