• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ববাজারে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব বাংলাদেশে পড়বে?

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২
তেল
(ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এখনই দেশের বাজারে এটার নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুধু তাই নয়, অন্তত আগামী ছয় মাস তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না। আমদানি খরচ কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে তার প্রভাবও শিগগিরই পড়বে না।

বিপিসি সূত্র বলছে, প্রায় ৬০ দিনের তেলের মজুদ থাকায় দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে দামের অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি হলে আমদানি মূল্য বেড়ে যাবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

সৌদি আরবের দুটি তেল উৎপাদন কেন্দ্রে জোড়া ড্রোন হামলায় বিশ্বের বাজারে তেলের দাম বেড়ে গেছে। কেননা, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব বিশ্ববাজারে প্রতিদিন ৭০ লাখের বেশি ব্যারেল তেল সরবরাহ করে।

কিন্তু, অ্যারামকোর তেলক্ষেত্রে হামলার পর দেশটির উৎপাদন ৫৭ লাখ ব্যারেল কমে গেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। আর তেল আমদানিকারক দেশ হিসেবে কিছুটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশও।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান জানান, সৌদি আরবের অ্যারামকো থেকে দেশের সার্বিক চাহিদার মাত্র ৪ ভাগ আমদানি হয়, যার যথেষ্ট মজুদ রয়েছে। তাই বিশ্ববাজারে অস্থিতিশীলতার প্রভাব দেশের তেলের বাজারে পড়বে না।

তিনি জানিয়েছেন, বিশ্ববাজারের সাথে মিল রেখে স্থানীয় দাম নিয়ন্ত্রণের নীতিমালা জরুরি।

তবে জ্বালানি বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক তেলের বাজারকে ঘিরে অনিশ্চয়তা রয়েছে। তাই সরবরাহে ঘাটতি দেখা দিলে ভোক্তা পর্যায়ে চাপ পড়বে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড