• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ইদান’ পুরস্কার পাচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫
ফজল
ফজলে হাসান আবেদ। (ছবি : সংগৃহীত)

চলতি বছর ‘ইদান’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার এমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষার উন্নয়নে অবদান রাখায় এ বছর তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয় এ পুরস্কারটিকে।

জানা গেছে, আগামী ডিসেম্বরে হংকংয়ে স্যার ফজলে হাসান আবেদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই পুরস্কারের জন্য ফজলে হাসান আবেদের নাম ঘোষণা করে।

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বর্ণপদক এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ ৩০ মিলিয়ন হংকং ডলার (৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা।

‘ইদান’ পুরস্কার প্রসঙ্গে স্যার ফজলে হাসান আবেদ বলেন, ইদান পুরস্কার থেকে পাওয়া টাকা ব্র্যাকের শিক্ষা কার্যক্রম বিস্তারে বিশেষ সহায়ক হবে। এই তহবিল আমরা দুইটি কাজে ব্যয় করব। ১. আমাদের শিক্ষা কার্যক্রম জোরদার করতে। ২. আরও নতুন নতুন প্লে ল্যাব প্রতিষ্ঠা করব।

উল্লেখ্য, ইদান প্রাইজ ফাউন্ডেশন দুটি ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কারটি দিয়ে থাকে। একটি হচ্ছে- শিক্ষা গবেষণা। অপরটি হলো- শিক্ষা উন্নয়ন। শিক্ষা গবেষণা এ বছর পুরস্কারটি পাচ্ছেন ফজলে হাসান আবেদ। আর শিক্ষা উন্নয়নে এ বছর পুরস্কারটি পাচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ ডেভেলপমেন্টাল নিউরোসায়েন্স-এর অধ্যাপক ঊষা গোস্বামী।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড