• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আখাউড়া স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭
আখাউড়া স্থলবন্দর
(ছবি : সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এই দুই দিন স্থলবন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির কারণে সব কার্যকর্ম বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে।

আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ মাছ আমদানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

কিন্তু, বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন সাহা গণমাধ্যমকে জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে ২১ সেপ্টেম্বর সকাল থেকে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

এ বিষয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অন্যদিনের মতোই ভারত-বাংলাদেশ দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড