• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৮ কোম্পানি পুঁজিবাজারে না গেলে সনদ বাতিল

  নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি : সংগৃহীত)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে জীবন বিমা ২৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে ৪টি ধাপে সনদ বাতিল করা হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে এখন জীবন বিমা ও সাধারণ মিলিয়ে ৭৫টি বিমা কোম্পানি আছে। এর মধ্যে ৪৭টি বিমা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও ২৮টি কোম্পানি এখনো তালিকাভুক্ত হয়নি।

অর্থমন্ত্রী বলেন, দেশে দুইরকম আইন থাকতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে; কেউ থাকবে না তা হতে পারে না। আগামী ডিসেম্বর মধ্যেই পুঁজিবাজারের বাইরে থাকা ২৮ কোম্পানিকে অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় লাইসেন্স বাতিল হবে।

মন্ত্রী বলেন, একটা উদ্দেশ্য সামনে রেখে সরকার এসব লাইসেন্স দেয়। উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে। বিমা কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড