• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম সহজ করার উদ্যোগ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬
ব্যাংক
(ছবি : ইন্টারনেট)

ব্যাংক থেকে ঋণ নেয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনো কাজে ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো অনেকটাই জটিল। এই সব ফরম সাধারণ গ্রাহকদের জন্য বোঝা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এ কারণে এবার ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার বিষয়ে গত ২২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সভপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে।

জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা যায়। ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো ও সহজিকরণের প্রস্তাবনা এই প্রতিনিধিদের সঙ্গে আনার কথা বলা হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড