• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাষ্ট্রীয় কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

  অধিকার ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০

আ হ ম মুস্তফা কামাল
(ছবি : সংগৃহীত)

সরকারি কোষাগারে ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকা জমা দিল রাষ্ট্রায়ত্ত নন-লাইফ প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে লভ্যাংশের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

তবে ৫০ কোটি টাকা লভ্যাংশে খুশি নন অর্থমন্ত্রী। তিনি সাধারণ বীমা কর্পোরেশনকে কমপক্ষে ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে বলেছেন। সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় সাধারণ বীমা কর্পোরেশনের কর্মকর্তারা বলেছেন, তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছিল সাধারণ বীমা কর্পোরেশন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বীমা ও পুনঃবীমা খাতে ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে। এ বছর সাধারণ বীমা করপোরেশন সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় কিছু প্রকল্পের বীমা কভারেজ প্রদান করেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড