• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনার দাম বেড়েছে

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৬ আগস্ট ২০১৯, ০৫:২৫
সোনা
ফাইল ফটো

সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সোনা ব্যবসায়ীদের সংগঠনটি।

সারা দেশে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৫৩০ টাকায়। ২১ ক্যারেট ৫২ হাজার ১৯৭ টাকা ও ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৭ হাজার ১৮২ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে হবে ২৭ হাজার ৯৯৪ টাকা। তবে রুপার দাম বেড়ে হেরফের হবে না। প্রতি ভরি ৯৩৩ টাকা।

এর আগে ২৩ জুলাই ভরিতে এক হাজার ১৬৭ টাকা টাকা দাম বাড়ায় জুয়েলার্স সমিতি।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট ৫১ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ৪৬ হাজার ১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হয়েছে।

এ দিকে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম ২০১৩ সালের ৭ মের পর সবচেয়ে বেশি। আজ প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার। গত ১৬ জুলাই থেকে ধারাবাহিকভাবে দাম বাড়ছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড