• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ শুরু

  দিনাজপুর প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, ১৫:৩৫
মাল্টা চাষ
বিরলে পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ শুরু (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের বিরলে লিচু, আম, কমলা বাণিজ্যিকভাবে চাষ হলেও এবার মাল্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। অল্প খরচে বেশি অর্থ উপার্জন এবং এ অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষে উপযুক্ত হওয়ায় ইতোমধ্যে বেশ কিছু কৃষক পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ শুরু করেছেন।

দিনাজপুর জেলার সীমান্তবর্তী বিরল উপজেলা কৃষি নির্ভর। এ উপজেলার প্রতিটি ইউনিয়নে কমবেশি সব ধরণের ফসলসহ ফলমূল ব্যাপকভাবে উৎপাদন হয়।

এ অঞ্চলের মাটি ও আবহাওয়া যে কোনো ফসলের জন্য অত্যন্ত উপযোগী। এরই ধারাবাহিকতায় বর্তমানে এ অঞ্চলের কৃষকরা অধিক অর্থ উপার্জনের লক্ষে পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন। অনেক কৃষক আবার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে মাল্টার বাগান করেছেন।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবার রহমান জানান, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা চাষ সম্ভব। প্রাথমিকভাবে আমরা তিন ইউনিয়নে (রানীপুকুর, শহরগ্রাম ও বিরল) পরীক্ষামূলকভাবে শুরু করেছি। আশা করি আম, লিচুর পাশাপাশি মাল্টা চাষ এ অঞ্চলে ব্যাপক সাড়া পাবে।

সকল প্রকার মাল্টা চাষে কৃষি বিভাগ এগিয়ে আসবেন এবং কৃষকদের সব ধরনের সহযোগিতা দিবেন এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।

(ওডি/এএসএল)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড