• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

  অধিকার ডেস্ক    ১৪ মার্চ ২০১৯, ১১:১৪

ডাচ-বাংলা ব্যাংক
মধ্যরাত থেকে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ হচ্ছে

আগামী চারদিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের সকল প্রকার লেনদেন। এই সময়ের মাঝে ব্যাংকটির এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। ব্যাংকের কোনও শাখাতে টাকা জমা দেয়া বা তোলার কাজটিও করা সম্ভব হবে না। এমনকি ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোনো কেনাকাটাও করা যাবে না। এছাড়াও বন্ধ থাকবে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও। সিস্টেম আপগ্রেড-এর জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেড-এর জন্য বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এই ঘোষণাটি মোবাইল এসএমএসের মাধ্যমে গ্রাহকদেরও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা অন্তত আড়াই কোটি যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড