• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ বছরের কর অব্যহতি পেল বিএসএমএমইউ

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৩

কর ছাড়
বিএসএমএমইউ (ছবি:সংগৃহীত)

গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করেছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নামের ব্যাংকে কর এই অব্যহতি প্রদান করা হয়।

এনবিআরের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১৮ ফেব্রুয়ারি) এ সুবিধা দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে।

তবে এ সুবিধা পেতে হলে বিশ্ববিদ্যালয়টিকে একটি শর্ত মেনে চলতে হবে। শর্তটি হচ্ছে- কর অব্যাহতি প্রাপ্ত আয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা কর্মককাণ্ডে ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড