• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রমশ দুর্বল হচ্ছে বাংলাদেশি টাকা

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১

টাকা
ডলার ও টাকা

মার্কিন ডলারের বিপরীতে ক্রমশ দুর্বল হচ্ছে বাংলাদেশি টাকা। রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বাড়তে থাকলে বাংলাদেশ সরকার ভবিষ্যতে ডলার ঘাটতিতে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সোমবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে প্রতি এক ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ছিল ৮৪ টাকা ১২ পয়সা। আর এক বছর আগে এক ডলারের বিনিময় মূল্য ছিল ৮২ টাকা ৯২ পয়সা। এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাউথ এশিয়ার সামষ্টিক অর্থনীতি গবেষণা বিভাগের বিশ্লেষক সৌরভ আনন্দ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ৫শ ৭০ কোটি ডলারের মধ্য ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ নিয়েছে। গত বছর ঋণের পরিমাণ ছিল ৩শ ২০ কোটি ডলার। এই বিশ্লেষক সম্প্রতি গ্লোবাল রিসার্চ ব্রিফিং: গ্লোবাল আউটলুক- ‘২০১৯ বর্তমান যুদ্ধ’ শীর্ষক একটি অনুষ্ঠানে আরও বলেন, ক্রমাগত ডলারের দাম ক্রমশ বাড়ায় বাংলাদেশে এটি বিনিময় হারের উপর চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, গতবছরের প্রথমার্ধে বিদেশে আমদানি ব্যয় পরিশোধের স্থিতি ছিল ৩৫৪ মিলিয়ন ডলার, চলতি বছরের একই সময়ে তা ৫১৩ মিলিয়ন ডলার দাঁড়িয়েছে। এদিকে স্ট্যানচার্টের গ্লোবাল রিসার্চ টিমের আসিয়ান ও সাউথ-এশিয়া এফএক্স গবেষণা বিভাগের প্রধান দেব্য দেভেশ্বর বলেন, অবকাঠামোগত প্রকল্পের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে যন্ত্রপাতি আমদানি আরও বাড়বে। তিনি বলেন, আমদানি ব্যয় পরিশোধের তুলনায় রপ্তানি আয় কম হওয়ার কারণে একটি ঘাটতি তৈরি হয়েছে। যদিও রেমিটেন্স আয় কিছুটা ঘাটতি দূর করেছে। এ সমস্যা কমাতে বাংলাদেশকে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং পরিশোধ ঘাটতি কমানোর জন্য যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে হবে বলে পরামর্শ দেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড