• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিকিট কালোবাজারি রোধে কমলাপুরে দুদকের অভিযান

  অধিকার ডেস্ক    ০৩ জুন ২০১৮, ১৭:৩২

ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কালোবাজারি রোধে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

রোববার সকাল ১১টায় দুদকের এনফোর্সমেন্ট টিমের উপপরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের ব্যাপারে দুদক জানায়, এখন পযর্ন্ত টিকিট ক্রয়-বিক্রয়ে কোনো কালাবাজারি ধরা পড়েনি। তবে স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, ভুক্তভোগী কিছু যাত্রী লাইন ভেঙ্গে এবং তদবিরের মাধ্যমে টিকেট ক্রয়-বিক্রয় করছে।

পরবর্তীতে দুদক টিম স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীকে স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যে টিকেট বিক্রির নির্দেশ দেন। এছাড়াও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ ও টিকেট ক্রয় বিক্রয়ে শৃঙ্খলা রক্ষায় স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (জিআরপি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নির্দেশনা দেন।

অভিযানের সময় যাত্রীদের মাঝে দুদক অভিযোগ কেন্দ্র ১০৬ এর স্টিকার ও লিফলেট বিলি করে এবং যাত্রীদের অনুরোধ জানা হয় টিকেট ক্রয় বিক্রয়ে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি এবং ঘুষ লেনদেনের ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে অভিযোগ করার।

এ অভিযান পরিচালনার সময় মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘ঈদের টিকিট ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত রাখতে দুদক সার্বক্ষণিক নজরদারি করছে। এ নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে ভুক্তভোগী যাত্রীদের পাশে দাঁড়াবে দুদক।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড