• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইফোনের চাহিদা আরও কমার পূর্বাভাস

  অধিকার ডেস্ক    ০৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩৪

আইফোন
আইফোন এক্সএস ম্যাক্স

সম্প্রতি বিশ্বব্যাপী আইফোনের চাহিদা নিম্নমুখী রয়েছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে আইফোনের চাহিদা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিটি রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর আইফোন বিশেষ করে এক্সএস ম্যাক্সের চাহিদা কমবে। তারা বলছে, বছরের প্রথম প্রান্তিকে আইফোনের চাহিদার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রকৃতপক্ষে তা আরও কমে যাবে। তখন আইফোনের চাহিদা পাঁচ কোটি ইউনিটের পরিবর্তে সাড়ে চার কোটি ইউনিট থাকবে। এর মধ্যে আইফোন এক্সএস ম্যাক্সের চাহিদা ৪৮ শতাংশ কমবে।

অ্যাপলের সবচেয়ে দামি ফোন হলো আইফোন এক্সএস ম্যাক্স। এক হাজার ৯৯ ডলার থেকে এর দাম শুরু হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইটগুলো এর আগেও আইফোনের চাহিদা কমার খবর প্রকাশ করেছিল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, জাপান ডিসপ্লে হলো অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অ্যাপলের কাছে সরঞ্জাম বিক্রির মাধ্যমেই প্রতিষ্ঠানটির মোট রাজস্বের অর্ধেকের বেশি আয় হয়। এখন আইফোনের চাহিদা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব পূর্বাভাস কমিয়েছে। একইসাথে আইফোনের ফেসিয়াল রিকগনিশন সেন্সর সরবরাহকারী প্রতিষ্ঠান লুমেনটাম হোল্ডিংসও তাদের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব পূর্বাভাস কমিয়েছে বলে জানা গেছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক উ জিন হো বলেন, অ্যাপলের ওপর তাদের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বেশি নির্ভরশীল। ফলশ্রুতিতে ক্রমবর্ধমানভাবে সাপ্লাই চেইনে ঝুঁকি বাড়ছে।

গত নভেম্বরে আরেক প্রতিবেদনে বলা হয়, বাজারে সাশ্রয়ী দামের এক্সআর মডেলের চাহিদা কম। তাই অ্যাপল কর্তৃপক্ষ নতুন আইফোনের নির্মাতা ফক্সকন ও পেগাট্রনকে উৎপাদন কমাতে বলেছে। একইসাথে তারা ছোট প্রতিষ্ঠানকে প্রস্তুত রেখেছে। ফক্সকন শুরুতে আইফোন এক্সআর মডেলের জন্য ৬০টি প্রোডাকশন লাইন প্রস্তুত রেখেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড