• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদার বাম্পার ফলনে খুশি পাহাড়ি চাষিরা

  বান্দরবান প্রতিনিধি:

১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০
আদাচাষ
বান্দরবানে আদার বাম্পার ফলন

পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে আদার বাম্পার ফলন হওয়ায় ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মনে দেখা দিয়েছে স্বস্তি।

অতি বর্ষণের কারণে বিগত মৌসুমে আদায় পঁচন ধরায় চাষিদের লোকসানের সম্মুখীন হতে হয়। একই সাথে চাষাবাদ খরচের তুলনায় বাজার মূল্য আশানুরূপ ছিল না। তবে চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টির ফলে রুমাসহ গোটা বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন উপজেলায় আদার বাম্পার ফলন হয়েছে।

রুমা উপজেলার বাজার ঘুরে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ আদা কেনা-বেচা চলছে। মান ভেদে মণ প্রতি আদার দাম পড়ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা ।

শুধু রুমা উপজেলায়ই প্রতি বছর কয়েক হাজার একর জমিতে আদার চাষ হয়ে থাকে। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার আদা চাষি লালজার বম এর সাথে কথা বলে জানা যায়, তিনি এ মৌসুমে ১৫ একর জায়গায় ৫০ মণ আদা চাষ করেছিলেন। আর তার বিপরীতে ফলন হয় ৪০০ মণ।

রুমায় অন্যান্য আদা চাষিদের সাথে কথা বলে জানা যায়, এ বছর গড়ে প্রায় প্রতি মণ আদা থেকে ফলন হয়েছে ৮ মণ। তবে সবচেয়ে বেশি আদার চাষ হয় রেমাক্রী প্রাংসা ইউনিয়নে। রেমাক্রী এই প্রাংসা ইউনিয়ন থেকেই প্রায় ২০০০ টনের মত আদা বিক্রি হয়।

চাষাবাদের কোনো আধুনিক পদ্ধতির প্রয়োগ না করেই প্রতি বছরই রুমায় আদার ফলন হয় সন্তোষজনক। কারণ এখানে রয়েছে উর্বর পাহাড়ি মাটি, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে অতি বর্ষণ না হওয়া।

এমনকি রুমায় আদা চাষ করেই অনেক আদাচাষি লাখপতি হয়েছেন। ভালো ফলন এবং ন্যায্য মূল্য প্রাপ্তি দেখে স্বল্প কিংবা মাঝারি পুঁজি নিয়ে তাই অনেকেই আদা চাষের দিকে ঝুঁকছেন ।

কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের মতে, চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ এবং অন্যান্য কারিগরি সহযোগীতা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আদার চাষ করা গেলে রুমায় লাখ লাখ টন আদার উৎপাদন সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড