• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন কমেছে প্রায় ৩৩ কোটি টাকা

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:২০

ব্লক মার্কেট
ব্লক মার্কেটে লেনদেন কমেছে

ব্লক মার্কেটে শেষ পাঁচ কার্যদিবসে ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ২৮ প্রতিষ্ঠান। তবে আগের সপ্তাহের তুলনায় ৩২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা কম লেনদেন কম হয়েছে।

গত সপ্তাহে ১০৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা ব্লক মার্কেটে লেনদেন হয়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন ৩২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা কমেছে।

গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিক হোটেলের। তারা শেয়ার লেনদেন করেছে ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার।

দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। তাদের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার।

আর তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা।

এককভাবে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- শাহজালাল ইসলামী ব্যাংকের ৮৭ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৩০ হাজার টাকা, ইনটেকের ৪৬ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়েছে।

আর বাকি কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে নামমাত্র অঙ্কে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড