• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ফুলমেলা’

  অধিকার ডেস্ক    ০৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

ফুলমেলা
বিআইসিসিতে অনুষ্ঠিত হবে ফুলমেলা (ছবি :ইন্টারনেট)

আগামীকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুল প্রদর্শনী মেলা। এ মেলার আয়োজন করছে যৌথভাবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)।

আগামীকাল থেকে ৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় সবার জন্য প্রবেশে উন্মুক্ত থাকবে।

জানা গেছে, দেশি-বিদেশি মোট ৭০টি স্টল এখানে স্থান পাচ্ছে। ভারত, নেপাল ও থাইল্যান্ডের ১২টি স্টল থাকবে। পাশাপাশি এই প্রদর্শনীতে ফুল উৎপাদন-বিক্রি, ফুল শিল্পের সুযোগ-সুবিধা এবং ভবিষৎ ও চ্যালেঞ্জ বিষয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে দেশি-বিদেশি ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।

মেলার আয়োজকরা জানান, বিশ্বে বর্তমানে ৪৫ বিলিয়ন ডলার ফুলের বাজার রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ফুলের বাজার ৯ হাজার কোটি টাকার। সেখানে বাংলাদেশের ফুলের বাজার মাত্র ৮শ কোটি থেকে ১২শ কোটি টাকা।

বাংলাদেশে বর্তমানে ৮৪ কোটি টাকা ফুল রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ১৬ হাজার কৃষক ফুল চাষ করছে বলে জানা গেছে। আর এই পেশার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ৩০ লাখ লোক জড়িত।

আশা করা যাচ্ছে, দিন দিন এ খাতে উৎপাদন বাড়বে। আর বিদেশে যত ফুল রপ্তানি হবে, মানুষের কর্মসংস্থান আরও বাড়বে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড