নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আর কিছুতেই চালের দাম বাড়বে না।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, আজ থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল ও সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। তবে ধান ও চালের মানের বিষয়ে কোনও আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড