• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর ডি এর নতুন ব্যান্ড ‘অরা’ উদ্বোধন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪
আর ডি এর নতুন ব্যান্ড ‘অরা’ উদ্বোধন
আর ডি এর নতুন ব্যান্ড ‘অরা’ উদ্বোধন (ছবি : সংগৃহীত)

জমকালো ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আর ডি (রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি:) এর নতুন কিছু পণ্য ও নতুন একটি ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।

বেশ কয়েক বছর ধরে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি: আর ডি নানান ধরনের ইউএইচটি মিল্কসহ বিভিন্ন কনজ্যুমার প্রোডাক্ট উৎপাদন ও বাজারজাত করার পাশাপাশি তা গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৭ সেপ্টেম্বর) নগরীর পাঁচ তারকা হোটেলে আর ডি এর নতুন পণ্য ও নতুন ব্র্যান্ড ‘অরা’ লঞ্চ করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর আরডি এর নতুন পণ্য ও নতুন ব্র্যান্ড ‘অরা’ লঞ্চ করেন রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি: এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ কবির।

এ সময় তিনি বলেন, ‘২০০৭ সালে যাত্রা শুরু করে আরডি মিল্ক বাংলাদেশের সর্বত্র একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। বিশ্বব্যাপী সমাদৃত ডেনমার্কের অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রস্তুত হয় RD UHT MILK, যা নিশ্চিত করে ১০০% বিশুদ্ধতা।

আমরা দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন করি। এর মধ্যে ম্যাংগো মিল্ক, চকোলেট মিল্ক এবং স্ট্রবেরী মিল্ক খুবই জনপ্রিয়।

বাচ্চারা সাধারণত ফ্রেশ মিল্কে অভ্যস্থ হতে চায় না। আরডি ফুড ফ্রেশ মিল্কের সাথে বিভিন্ন ফলের সংমিশ্রনে ভিন্ন ভিন্ন স্বাদের মিল্ক এ্যাডেড ড্রিংকস্ তৈরি করে ভোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

দুগ্ধজাত পণ্য ছাড়াও আরডি ফুড ম্যাংগো, লিচি, অরেঞ্জ ফ্রুট ড্রিংকস্ এবং বেভারজ পণ্য উৎপাদন করে। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে দক্ষতা অর্জন করায় রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস্ লিমিটেড BSTI, ISO, HALAL, HACCP & GMP সনদ অর্জন করেছে।

উত্তর অঞ্চলের বিভিন্ন জেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা আমদের নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি দুধ সংগ্রহ করে থাকি। কাঁচামালের সহজ প্রাপ্যতার জন্য আমরা রংপুরে কারখানা স্থাপন করেছি।

উত্তর অঞ্চলে রংপুর ডেইরী স্থাপন করে গ্রামের প্রান্তিক লেভেলে অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছি। আমাদের কোম্পানির প্রায় ৫৪টি পণ্য রয়েছে। সাথে আরও ১৬ টি পণ্য সংযোজিত হলে কোম্পানির বিক্রয় ও বিপনন কার্যাদি আরো বেগবান হবে।

এজন্যই আমরা একটি নতুন ব্রান্ডের যাত্রা শুরু করতে যাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে আরডি পণ্য বর্তমানে দুবাই, কাতার, ইন্ডিয়া, ভুটান ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

আমাদের নতুন সংযোজিত পণ্য এবং নতুন ব্র্যান্ডের কিছু পণ্য বাজারজাত করে (ট্রায়াল ব্যাসিসে) ভালো সাড়া পেয়েছি। নতুন পণ্য এবং নতুন ব্র্যান্ড উন্মোচন করে দুগ্ধশিল্প সম্প্রসারণে এবং দেশের জনগণের পুষ্টির যোগান দানে রংপুর ডেইরী বদ্ধ পরিকর।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড