• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুঁজিবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

  নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২০, ১১:২১
পুঁজিবাজার
পুঁজিবাজার (ফাইল ফটো)

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির আওতায় দেশের পুঁজিবাজারও ছুটিতে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের অধীনে প্রথম কমিশন আজ (২৮ মে) অনুষ্ঠিত হবে। এ সভায় শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএসইসির চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। আর ২০ মে কমিশনার হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. মিজানুর রহমান ও ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

করোনা ভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এ কারণে শেয়ারবাজারেও দুই মাসের বেশি সময় ধরে লেনদেন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নেতৃত্বাধীন কমিশন বৈঠকে বসছেন।

এ কমিশন সভায় মূল এজেন্ডা হিসেবে থাকছে শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়টি। সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোয় স্বাভাবিক নিয়মেই ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন আবার চালুর সম্ভাবনা রয়েছে। কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড