• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের ছুটিতে কাস্টমস খোলা থাকবে

  নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২০, ১২:১৩
কাস্টমস হাউজ
কাস্টমস হাউজ (ফাইল ফটো)

ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে আমদানি-রফতানি, রফতানিসংশ্লিষ্ট ও আমদানি সংক্রান্ত শুল্কায়ন কার্যক্রম ‘সীমিত আকারে’ চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৯ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাটের সই করা এক আদেশে একথা বলা হয়েছে।

আদেশে বলা হয়, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকালীন রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে রফতানি ও রফতানি সংশ্লিষ্ট আমদানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশনসমূহে ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : ঘূর্ণিঝড় আম্ফান : আশ্রয় কেন্দ্রে গেলেন ১০ লাখ মানুষ

ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন সচল রাখতে ৯ মে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সাতদিন সীমিত আকারে কাস্টমস হাউজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড