• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

  নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২০, ১৫:৪৪
শ্রমিক ছাঁটাই
পোশাক খাতের শ্রমিকদের ছাঁটাই (ছবি : সংগৃহীত)

অবিলম্বে পোশাক খাতের শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে গার্মেন্টস সেক্টরে প্রতিনিয়ত শ্রমিকদের ছাঁটাই এবং চাকরিচ্যুতি চলছে। কোনো কোনো কারখানায় শ্রমিকদের নিয়মিত বেতন থেকে ঠকানোর অসৎ উদ্দেশ্যে লে-অফের নোটিশ দিয়ে কারখানা বন্ধ করা হচ্ছে। অথচ সরকার গার্মেন্টস মালিকদের জন্য বিরাট অংকের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে।

আরও পড়ুন : ছুটির মেয়াদ বাড়ল

আমিরুল হক আরও বলেন, এই প্রণোদনার আওতায় গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বেতন-ভাতা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরও দেশের মুনাফা লোভী গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে অহরহ চাকুরিচ্যুতি, ছাঁটাই এবং কারখানা লে-অফ ঘোষণা করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড