• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সামাজিক দূরত্ব বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ২৩:৫৫
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মকর্তা ও গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্তকতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, অনেক গ্রাহক ব্যাংকে লেনদেনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করছেন না। এ কারণে ব্যাংকিং কার্যক্রম ব্যতীত দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের ব্যাংকে আগমন নিরুৎসাহিত করতে হবে। ব্যাংকে উপস্থিত সবার মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও’র গাইডলাইন অনুযায়ী) বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। ফলে বিভিন্ন ভাতা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাতে ব্যাংকে আসার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন পুনরায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণেরও পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড