• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯ এপ্রিল পর্যন্ত ব্যাংকে সীমিত লেনদেন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ২০:০৩
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার নতুন করে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে দেশের সকল তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাকে এই নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়।

জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মোট পাঁচ কার্যদিবস (অর্থাৎ গত ২৯ এপ্রিল রবিবার থেকে ২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত) সরকারের নির্দেশনা অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা করে চালু রেখেছে। আর ব্যাংক খোলা থাকছে দুপুর দেড়টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা বলেছিলেন।

এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। সেটির ধারাবাহিকতায় এখন ছুটি বাড়ল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড