• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সূচকের মিশ্র প্রবণতার লেনদেনে বছর শুরু

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১৫:০৭
শেয়ার বাজার
ছবি : সম্পাদিত

নতুন বছরের প্রথম কার্যদিবস সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ও ডিএসই শরিয়াহ্ সূচক সামান্য ইতিবাচক হলেও ডিএস৩০ সূচকের দর কমেছে। লেনদেন কমে ২০০ কোটি টাকায় নেমে এসেছে। প্রায় ৬৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেলেও আশানুরূপভাবে বাড়েনি সূচক। আর ডিএস৩০ সূচক পতনের অন্যতম কারণ মৌলভিত্তির কোম্পানির দরপতন।

লেনদেনের শুরুর দিকে সূচকের উত্থান হলেও ২০ মিনিটের মধ্যে বিক্রির চাপ শুরু হয় এবং ধীরে ধীরে সূচক নিম্নমুখী হয়। বেলা ১টার পর সূচক সামান্য ওঠার চেষ্টা করে। ক্রয় ও বিক্রয়ের চাপে সূচকের ওঠানামায় সূচকের গতিতে অস্থিরতা লক্ষ করা যায়। একই চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

গতকাল বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৫৩ দশমিক ২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩ দশমিক ৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ১ হাজার ৫০১ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর বাজার মূলধন ৪৯৬ কোটি ৮৯ লাখ টাকা কমে ৩ লাখ ৪০ হাজার ৪৭ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকায় দাঁড়িয়েছে। ডিএসইতে ২৯৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয় যা আগের কার্যদিবসে ৩১৮ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকা ছিল। এ হিসেবে ২২ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ১০ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৯ শেয়ার ১ লাখ ১ হাজার ৬৪০ বার হাতবদল হয়। ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২১টির দর বেড়েছে, ৮৬টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে গতকাল টাকার অঙ্কে খুলনা পাওয়ার শীর্ষে উঠে আসে। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা এবং লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ টাকা। এরপর লাফার্জহোলসিম বাংলাদেশের ২ টাকা ৪০ পয়সা দর বেড়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪৬ টাকা ৬০ পয়সা দর বেড়ে ৮ কোটি ১৬ লাখ টাকা, বীকন ফার্মা ২ টাকা ৩০ পয়সা দর বেড়ে ৭ কোটি ৯১ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩ টাকা ৭০ পয়সা দর বেড়ে ৬ কোটি ৯৪ লাখ লেনদেন হয়। এছাড়া জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ১১ লাখ, সিটি ব্যাংকের ৫ কোটি ৬৫ লাখ, ওয়াটা কেমিক্যালের ৫ কোটি ৩৮ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ কোটি, ইউনাইটেড পাওয়ারের ৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

অন্যদিকে ১০ শতাংশ বেড়ে ন্যাশনাল ফিড মিল লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স উঠে এসেছে ২য় অবস্থানে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৮৯ শতাংশ, বিডিকমের ৯ দশমিক ৬১ শতাংশ, নাভানা সিএনজির ৯ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮ দশমিক ৮২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮ দশমিক ৭২ শতাংশ, সোনালী আঁশের ৮ দশমিক ৭২ শতাংশ, ফার্মা এইডের ৮ দশমিক ৫৩ শতাংশ, ওইম্যাক্সের ৭ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া অ্যাপোলো ইস্পাতের ৭ দশমিক ৬৯ শতাংশ দর কমে পতনের শীর্ষে উঠে আসে। ব্র্যাক ব্যাংকের ৬ দশমিক ৩০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪ দশমিক ৫৪ শতাংশ, সমতা লেদারের ৪ দশমিক ২৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৬ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩ দশমিক ৩১ শতাংশ ও কনফিডেন্স সিমেন্টের দর ৩ দশমিক ২৯ শতাংশ দর কমেছে।

সিএসইতেও গতকাল একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স মূল্যসূচক ৭ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৮ হাজার ১৯৫ দশমিক ১৪ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫১৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে এবং সিএসই৩০ ও সিএসই৫০ সূচক কমেছে। গতকাল সর্বমোট ২২৮ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনের মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ৬৫টির কমেছে ও ২৪টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইতে ৯ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৮৭৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয় যা আগের কার্যদিবসে ছিল ১৮ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ২৩৮ টাকা। এ হিসেবে ৩ কোটি ২৩ লাখ টাকার লেনদেন কমেছে।

অপরদিকে সিএসইতে জেনেক্স ইনফোসিস লেনদেনের শীর্ষে অবস্থান করে। কোম্পানিটির ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। পরের অবস্থানগুলোতে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের সাড়ে ৬৮ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৪৭ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের সাড়ে ৩৮ লাখ, বিডিকমের ৩৬ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩৬ লাখ, বেক্সিমকোর ৩৪ লাখ, আইপিডিসির ২৮ লাখ, স্কয়ার ফার্মার সাড়ে ২৩ লাখ, বীকন ফার্মার ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড