• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের কারণে পেঁয়াজের মূল্যবৃদ্ধি : বাণিজ্য সচিব

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৫:১৩
পেঁয়াজ
ফাইল ছবি

দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বাণিজ্য সচিব জাফর উদ্দিন বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানের প্রথম চালান আসার বিষয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ এসে পৌঁছাবে। এ ছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

ন্যূনতম রপ্তানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি তিনগুণ বেড়েছে উল্লেখ করে জাফর উদ্দিন বলেন, মিয়ানমার থেকে বেড়েছে চারগুণ। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম রাজধানীসহ দেশব্যাপী জোরদার করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শিগগির পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।

আরও পড়ুন : খেতে না দেওয়ার অভিযোগ এরিক এরশাদের

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড