• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজের দাম যেমন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৫:৫২
পেঁয়াজ
পেঁয়াজ (ছবি : সংগৃহীত) 

বাংলাদেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়। প্রতিদিনই রেকর্ড গড়তে থাকা পেঁয়াজের দাম প্রায় ৩০০ টাকা ছুঁই ছুঁই! গত কয়েক দিন ধরে দেশের পেঁয়াজের বাজারে এমন অস্থিরতা চলমান রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়ায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ।

অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজের দাম খুবই কম দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকের জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশের পেঁয়াজের দাম :

চীনে পেঁয়াজের কেজি ৩৫ টাকা, জার্মানিতে ৫ কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা, মালদ্বীপে পেঁয়াজের কেজি ১০০ টাকা, কুয়েতে পেঁয়াজের কেজি ৫০ টাকা, সিঙ্গাপুরে পেঁয়াজের কেজি ১ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ টাকা, ইতালিতে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ৯৫ টাকা, সৌদিতে এক কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ ৩৫ টাকা, ব্রাজিলে পেঁয়াজের দাম বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা, দুবাইতে পেঁয়াজের কেজি ৪৭ টাকা, কুয়েতে পেঁয়াজের কেজি ১৫০ পয়সা যা বাংলাদেশি মুদ্রায় ৪০ টাকা।

এছাড়া বাহরাইনে ২৫০ পিলস যা বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, জর্জিয়ায় পেঁয়াজের কেজি ৩০ টাকা, কোরিয়ায় পেঁয়াজের কেজি ৪৭ টাকা, সিঙ্গাপুরে ১ দশমিক ৫ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৯০ টাকা কেজি, লেবাননে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা, স্পেন পেঁয়াজের কেজি ৭০ টাকা, মিশরে পেঁয়াজের কেজি ২৫ থেকে ৩০ টাকা, ব্রুনেইতে পেঁয়াজের কেজি ৬০ টাকা, উগান্ডায় পেঁয়াজের কেজি ৬০ টাকা, ওমানে পেঁয়াজের কেজি ২ দশমিক ৫০ টাকা যা বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা, সৌদি আরবে ৩ রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ টাকা, কাতারে ২ রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ দশমিক ৫৫ টাকা, মালয়েশিয়ায় পাইকারি ৩০ টাকা আর খুচরা ৬০ থেকে ৭০ টাকা, মালদ্বীপে পেঁয়াজের কেজি ২২ রুপিয়া যা বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড