• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা!

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই ২০২০, ১০:০৩
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

৩৪ বছর বয়সের একজন সাংবাদিক। একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। খবর সংগ্রহে প্রতিদিন বাড়ির বাইরে যেতে হত তাকে। এরপরই ধরা পড়ল করোনা।

করোনা সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি। ভয়ে এআইএমএসের চারতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত হন। ভর্তি করা হয় আইসিইউতে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক। তারপর থেকে ডিপ্রেসিং ম্যাসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তারা সকলেই বুঝতে পারেন যে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি।

উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন ওই সাংবাদিক। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা। লকডাউনের ফলে কর্মক্ষেত্রেও প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে ছিল বসের মানসিক অত্যাচার। সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তার। এমনটাই জানিয়েছেন তার এক সহকর্মী। এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড