• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই ২০২০, ১১:৩৩
করোনা পরীক্ষা করা হচ্ছে
করোনা পরীক্ষা করা হচ্ছে (ছবি :সংগৃহীত)

লকডাউনের প্রভাব কিছুটা পড়লেও শেষপর্যন্ত খুব একটা সামলানো গেল না করোনা সংক্রমণ। যেভাবে হু হু করে ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে রীতিমত আশঙ্কার মেঘ দেশজুড়ে।

রবিবারই রাশিয়াকে পিছিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এই রোগের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭০০ জন।

অন্যদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যানুসারে, এখনও পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।

সারা পৃথিবীতে করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৮২ হাজারেরও বেশি, অন্যদিকে ব্রাজিল এর সংখ্যা হল ১৬ লাখ ৪ হাজারের বেশি।আমেরিকায় এই ভয়ঙ্কর সংক্রমণের জেরে এখনও পর্যন্ত ১ লাখ ৩২ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। অন্যদিকে ব্রাজিলে প্রাণ হারিয়েছে প্রায় ৬৫ হাজার মানুষ।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড