• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নমুনা না দিয়েও করোনা পজেটিভ কুষ্টিয়ার ওমর আলী

  নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২০, ১৯:৫৪
করোনা
করোনার জীবাণু

করোনাভাইরাস পরীক্ষার জন্য কোনো নমুনা না দিয়েও পজেটিভ হয়েছেন কুষ্টিয়ার ওমর আলী ওরফে গোলাম রসুল। কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৬২ বয়সীয় ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। তবে বিষয়টি সংশোধন করা হবে বলে জানান কুষ্টিয়ার সিভিল সার্জন।

জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে বুধবার (২৪ জুন) মোট ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। ১২৮ টি নমুনার মধ্যে করোনা পজেটিভ আসে ২৭ জনের।

কিন্তু কুষ্টিয়া শহরতলীর ওমর আলী নামের এক ব্যক্তির দাবি, তিনি কোনো নমুনা দেননি করোনা পরীক্ষার জন্য। কী করে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলো- এই নিয়ে কপালে ভাঁজ ফেলেছেন শহরের পূর্ব মজমপুরের এই বাসিন্দা।

ওমর আলী শেখ বলেন, গত ২৩ জুন আমি করোনা পরীক্ষা করার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে যাই। কিন্তু অনেক ভিড় থাকার কারণে নমুনা না দিয়েই চলে আসি। পরে জানতে পারি আমার রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা না দিয়ে কীভাবে রিপোর্ট পজেটিভ আসলো তা আমার মাথায়ই ঢুকছে না।

এ ব্যাপারে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। ইতোমধ্যে তা সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড