• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোক্তা অধিদপ্তরের আফরোজার করোনা জয়

  নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২০, ১৬:২৪
আফরোজা রহমান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান

করোনাভাইরাসকে (কোভিড-১৯) জয় করলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান।

বৃহস্প‌তিবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ২০ মে করোনায় আক্রান্ত হন তিনি।

শুক্রবার আফরোজা রহমান জানান, দ্বিতীয়বার পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এখন তিনি সুস্থতাবোধ করছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আফরোজার স্বামী লিখেছেন, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমার সহধর্মিণী আফরোজা রহমান (ডেপুটি ডিরেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) করোনা থেকে সুস্থ হয়েছে।

এর আগে গত মে মাসে সাধারণ ছুটি চলাকালীন অফিসের দায়িত্ব পালন করতে যেয়ে সে করোনা পজিটিভ হয়। ভেঙে না পড়ে, মনোবল ধরে রেখে, নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে, সাহসিকতার সাথে লড়ে আল্লাহর রহমতে আজ সে সুস্থ।

আমাদের একমাত্র মেয়ে সুদিঠি (৭ বছর বয়স) যে কি না প্রচণ্ড মা-ভক্ত সেও পুরোপুরি সহযোগিতা করেছে এই কঠিন পরিস্থিতিতে। আমাদের দুজনের পরিবার, ওর অফিসের সহকর্মী, কিছু কাছের মানুষ এই বিপদের দিনে আমাদের সাহসের কারণ হয়েছে। আমরা পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড