• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিকেও টপকে গেল ব্রাজিল

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন ২০২০, ১০:২৭
করোনা ভাইরাসে মৃত লাশ
করোনা ভাইরাসে মৃত লাশ (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। তাতে দেশ হিসেবে মৃত্যুর তালিকায় ইতালিকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি। খবর এএফপি’র।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলে গত একদিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ২১ জনে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। মৃত্যুর তালিকায় এখন দেশটির ওপরে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মৃত্যুর তালিকায় ব্রাজিলের উত্থানে তৃতীয়স্থান থেকে চতুর্থস্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে মৃত্যু ৩৩ হাজার ৬০০। এই তালিকায় পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে। ব্রাজিলে বেড়েছে আক্রান্তের সংখ্যাও বেড়েছে, ৬ লাখ ১৫ হাজার ছুঁই ছুঁই। এই তালিকায় তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

এদিকে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই। সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫৩ হাজার মানুষ।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড