• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জীবাণু প্রতিরোধক ‘ফেইস শিল্ড’ তৈরি করছে শেকৃবির ফ্যাব ল্যাব

  ক্যাম্পাস ডেস্ক

২৮ এপ্রিল ২০২০, ০৩:০৪
ফেইস শিল্ড
জীবাণু প্রতিরোধক ‘ফেইস শিল্ড’ তৈরি করছে শেকৃবির ফ্যাব ল্যাব (ছবি : সংগৃহীত)

বিশ্বের প্রায় সব দেশে রীতিমতো ভয়াল তাণ্ডব চালাচ্ছে ছোট্ট আণুবীক্ষণিক জীব করোনা ভাইরাস বা কোভিড-১৯। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নেওয়া এই ভাইরাসের বিষাক্ত ছোবলে নিত্যদিন দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংকটপূর্ণ এই সময়ে চোখ, নাক ও মুখ দিয়ে করোনা জীবাণুর সংক্রমণ ঠেকাতে সারাবিশ্বের চিকিৎসকরা ফেসই শিল্ড ব্যবহার করলেও বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের মুখে তেমন একটা দেখা মিলছে না। ফলে পিপিই, মাস্ক পরার পরেও ঝুঁকিতে রয়েছেন করোনা রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা।

বাজারে খুঁজে না পাওয়া এই ফেইস শিল্ড তৈরি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফ্যাব ল্যাবে। শেকৃবি ফ্যাব ল্যাবের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম সোলাইমানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রম দিয়ে গবেষক এনামুল আরেফিন এই ফেইস শিল্ড তৈরি করছেন।

ফ্যাব ল্যাব সূত্রে জানা যায়, উৎপাদন খরচেই ফেইস শিল্ডগুলো বিক্রি হচ্ছে। মান অনুযায়ী এদের দাম পড়ছে ২০০ টাকা থেকে ৪৫০ টাকা।

এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালের প্রায় ১০০ জন চিকিৎসক ল্যাব থেকে ফেইস শিল্ড নিয়েছেন। ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ব্র্যাক ২ হাজার ফেইস শিল্ড নেবে। শীঘ্রই তাদের ১ হাজার ফেইস শিল্ড সরবরাহ করা হবে।

এ প্রসঙ্গে গবেষক এনামুল আরেফিন বলেন, ‘সামনে থেকে সেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই এর অন্যতম অংশ ফেইস শিল্ড। রোগী বা এখনো শনাক্ত হয়নি এমন ব্যক্তিদের হাঁচি ও কাশি থেকে জীবাণুর সংক্রমণ এড়াতে সামনের সারির স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য ফেইস শিল্ড গুলোর ডিজাইন করা হয়েছে। আমাদের দেশে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ফেইস শিল্ড নেই। তাই দেশের চিকিৎসাক্ষেত্রকে আরও সুরক্ষিত করতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘জরুরি পরিষেবা সরবরাহকারীদের করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারের পরে, মুখ এবং গগলগুলির মধ্যে কিছু অংশ উন্মুক্ত থাকে, যেখানে জীবাণু প্রবেশের সম্ভাবনা রয়েছে। ফেইস শিল্ড গুলো সেই অংশগুলি নিরাপদে রাখতে সহায়তা করবে।’

আরও পড়ুন : করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত জবি কর্মচারীর মৃত্যু

বিষয়টিতে ফ্যাব ল্যাবের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম সোলাইমান বলেন, ‘দেশে মোট আটটি ফ্যাব ল্যাব রয়েছে। শেকৃবি ফ্যাব ল্যাবে থ্রিডি প্রিন্টার, লেজার কাটার, সিএনসি রাউটার, ভিনিয়াল প্লটটার এবং পিসিবি মিলিং মেশিন রয়েছে। ফেইস শিল্ড তৈরির কাজ চলমান। ফেইস শিল্ড স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের হার কমাবে। এরপরে আমরা ভেন্টিলেটর নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড