• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার মানুষ

  আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২০, ১৬:১০
সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন রোগীরা
সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন রোগীরা (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস মহামারির তীব্রতা কিছুটা কাটিয়ে উঠেছে ইরান। তবে এখনও থেমে নেই প্রাণহানির ঘটনা। মোট মৃতের ৪ হাজার ছাড়িয়েছে। তবে দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৩২ হাজার ৩০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানে এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৪ হাজার ১১০ জনে পৌঁছেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষের ওপর স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে আক্রান্ত রোগীরা।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড