• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত হবে যুক্তরাজ্যের ৮০ ভাগ মানুষ 

  আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২০, ১০:১২
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

যুক্তরাজ্যের শতকরা ৮০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-বৈজ্ঞানিক উপদেষ্টা রূপার্ট শুট ।

তিনি বলেন সুপারমার্কেটে বা নিজের বাড়িতে যতটা কাজের ঝুঁকি আছে কর্মক্ষেত্রে ততটা নেই। আমারা ধারণা ৮০ শতাংশ মানুষ ভাইরাসে আক্রান্ত হবে। এখনও যদি না হয়ে থাকে তবে কিছুদিনের মধ্যেই হবে। তিনি আরো বলেন করোনা নিয়ে আমরা কিছু গোপন করছি না।

এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে এমন তথ্য প্রকাশ করায় কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি বলছেন, সরকারের উদ্দেশ্য করোনার প্রার্দুভাব রোধ করে যেভাবেই হোক মানুষের জীবন রক্ষা করা। সেক্ষেত্রে এমন তথ্য বিভ্রান্তির সৃষ্টি করে।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৮৬২ জন মারা গেছে।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে হাজার ৪৯০। বিশ্বের ৯৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৮ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড