• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ১৫:১৭
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি (ছবি : সংগৃহীত)

করোনার থাবায় মৃত্যুপুরী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মৃত্যুমিছিল কোনোভাবেই থামছে না দেশটিতে। পরপর টানা দু’দিনে যুক্তরাষ্ট্রে প্রায় ২০০০ ছুঁল মৃতের সংখ্যা। এর জেরে স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটিতে। যা পরিস্থিতি, তাতে আর কয়েকদিনে ইতালিকেও ছাপিয়ে যেতে পারে ট্রাম্পের দেশ!

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯৩৯ জন আক্রান্তের মৃত্যু হয়েছে আমেরিকায়। এর জেরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার সাতশ ৯৫ জনে দাঁড়িয়েছে। স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমেরিকা। স্পেনে সংখ্যাটা ১৪ হাজার ৫৫৫ জন। অন্যদিকে ইতালিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯।

আমেরিকার মধ্যে করোনা থাবায় সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। শুধুমাত্র সেখানেই সংক্রমণে মৃত্যু হয়েছে ছয় হাজার মানুষের। আক্রান্ত এক লক্ষ ৩৮ হাজারের কাছাকাছি। নিউজার্সিতে সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার পাঁচশ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪,৩৫,১২৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। যার মধ্যে ২২,৮৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করেনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বে শীর্ষে রয়েছে আমেরিকা। এমনকি আমেরিকার ধারের কাছেও কেউ নেই।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড