• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি কৃষিবিদের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ১০:৪২
কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি
কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি (ছবি : সংগৃহীত)

মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ ছড়িয়েছে বিশ্বের প্রায় সব দেশে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৯০৪ জন। মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪১২ জনের।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। এই নিয়ে যুক্তরাষ্ট্রে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি করোনায় মারা গেলেন।

স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে বাংলাদেশি ওই কৃষিবিদ মারা যান। আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪-৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন।

বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান শাহানা আহমেদ তালুকদার আঁখি। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড