• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি আরবে করোনায় আক্রান্ত হতে পারে ২ লাখ মানুষ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ১৮:৩৩
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবে এই ব্যাপক মাত্রায় সংক্রমণ ঘটতে পারে।

রাজধানী রিয়াদসহ আরো কয়েকটি শহরে কারফিউয়ের সময়সীমা বাড়ানোর একদিন পর সৌদি স্বাস্থ্যমন্ত্রী এই বক্তব্য দিলেন। এরইমধ্যে রাজধানী রিয়াদে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৪ ঘন্টার লাগাতার কারফিউ জারি করা হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনা সংক্রমণের সংখ্যা কমপক্ষে ১০ হাজার এবং সর্বোচ্চ দুই লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, তার দেশ এ মুহূর্তে খুব কঠিন সময় পার করছে এবং সৌদি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চারটি গবেষণার ভিত্তিতে তিনি এই আশঙ্কার কথা জানাচ্ছেন।

সৌদি আরবে এ পর্যন্ত ২,৭৯৫ জন করোনা রোগী চিহ্নিত করা হয়েছে এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরবে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। সোমবার রাজধানী রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান ও হফুফ শহরের ২৪ ঘণ্টা লাগাতার কারফিউ জারি করা হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড