• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুরে এক পরিবারের দুই করোনা রোগী শনাক্ত, ২৫ পরিবার লকডাউন

  অধিকার ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ১৫:২০
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

রাজধানীর মিরপুরে এক পরিবারের দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে মিরপুর থানা পুলিশ। তিনটি বাড়িতে অন্তত ২৫টি পরিবার রয়েছে বলে জানা গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে আজ সকালে বাসা থেকে নিয়ে গেছে।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শনাক্ত হওয়া দুজন মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাস করতেন।

ওসি বলেন, ওই দুজন গত দুদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আইইডিসিআরের পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। পরে আজ সকালে তাদের বাসা থেকে নিয়ে যায় আইইডিসিআর।

এর পর দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫ পরিবারের বসবাস বলে জানিয়েছে পুলিশ। বাড়িগুলোর সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড