• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুধু নিউইয়র্কেই নিভে গেল ৫৬২ প্রাণ

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ০৯:৩১
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি
করোনা ভাইরাসে নিহত ব্যক্তিদের লাশ (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে দুদিন আগেই। দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৭ হাজার। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর বিষয়টি প্রত্যক্ষ করেছে নিউইয়র্ক।

বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৩ জন থাকলেও গত একদিনে তা বেড়ে এখন ২ হাজার ৯৩৫।

গভর্নর অ্যান্ড্রু কুমোকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্য সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হলো নিউইয়র্ক। শুধু ওই রাজ্যেই ১ লাখ বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে শনাক্ত করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্যটিতে নতুন করে আরও ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। গভর্নর কুমো বলেছেন, করোনা সংক্রমণের ঘটনা এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে প্রতিদিন। দিনে রেকর্ড সর্বোচ্চ ২১ হাজারের মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে।

নিউইয়র্কে বর্তমানে আক্রান্ত ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মধ্যে ১৪ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তেরে মধ্যে ৩ হাজার ৭০০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন মাত্র ৮ হাজার ৮০০ জন।

বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪০ হাজার ৯৯৮ এবং মারা গেছেন ৫৫ হাজার ১৯৫ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ লাখ ২২ হাজার ৩৩২ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড