• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় বাংলাদেশি বাবা–ছেলের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২০, ১০:৩৪
শফিকুল ইসলাম ও ছেলে শাকিল
শফিকুল ইসলাম ও ছেলে শাকিল (ছবি : সংগৃহীত)

অল্প সময়ের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি বাবা-ছেলে। পরিবারটির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে।

শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাঁরা হলেন শফিকুল ইসলাম ও ছেলে শাকিল। শাকিল চিকিৎসক ছিলেন। আর হাসপাতালে এখন করোনার সঙ্গে লড়ছেন শফিকুলের স্ত্রী রাশিদা খানম।

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম এ তথ্য দিয়ে জানান, এই মৃত্যুর খবরে কাজির পাগলা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার বলেন, ‘শফিকুল আমার ক্লাসফ্রেন্ড। ১৯৭২ সালে আমরা একসঙ্গে ম্যাট্রিক পাস করি। ১৯৯১ সালে শফিক ডিভি ওয়ান লটারি পেয়ে সপরিবার আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সঙ্গে ভালো যোগাযোগ ছিল। সেখানেই তাদের দাফন করা হচ্ছে বলে শুনেছি। তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে।’ যোগ করেন তিনি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড