• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ঢল

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৮:৫৮
করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নেওয়া হচ্ছে
করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নেওয়া হচ্ছে (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন। তার মধ্যে তিন হাজার দু'শ ৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে সে দেশে প্রাণ গেছে দুই হাজার দু'শ ২৭ জনের।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বহু মানুষ হাসপাতালে আসছেন। হাসপাতাল গুলোতে মানুষের ঢল নেমেছে।

জ্বর, গলাব্যথা, কাশি কিংবা সর্দি লাগলেই মানুষজন হাসপাতালে ছুটছে। চাহিদামাফিক করোনা পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীরা।

এদিকে করোনা ভাইরাসে বিভিন্ন রাজ্য থেকে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর এসেছে। তবে মার্কিন প্রশাসন এ ব্যাপারে মুখ খুলছে না।

মিয়ামি রাজ্যের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন ব্যারন ডেইজি। তিনি বলেন, সেবা দিতে গিয়ে আমি করোনাভাইরাসে আক্রান্ত হই। পজিটিভ জানার পর হোম-কোয়ারেন্টিনে ছিলাম। এখন সুস্থ।

তিনি আরো বলেন, আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। সে সেরে উঠেছে। আমি মনে করি, নিজের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করার কারণে আক্রান্ত হয়েছি।

তিনি আরো বলেন, আমরা বারবার পিপিই পি্ই করছি। কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আদর্শমানের পিপিই আমরা পাইনি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড